জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা বাসস্ট্যান্ডের ইউ-টার্ন নেওয়ার সময় যাত্রীবাহী বাস ও ট্যাংকার ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের আনারপুরা অংশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আয়াজ (৩৫), ইউনুস মুন্সি (৪৫), মাইনুদ্দিন (৪২), রাসেল (৪০), ওমর ফারুক (২৫), মারুফ (৪০), তারেক রহমান (৩০), হারুন অর রশিদ (৪০), হাবিবুর রহমান (৪৫), জ্যান্স (৪৮), বাস এবং ট্রাকের হেলপার ও চালকসহ মোট ১২ জন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক লিয়াকত হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনায় আহত আট জান হাসপাতালে আসে। এদের মধ্যে চারজন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বাংলাফ্লো/এনআর
Comments 0