মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

নতুন বায়ার্নকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ডর্টমুন্ড

প্রায় এক যুগ ধরে মুলার-সানেরা বায়ার্নের আক্রমণভাগের ভরসা ছিলেন। হ্যারি কেইন-লুইস দিয়াজরা কী পারবেন সে শূন্যতা পূরণ করতে?

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: থমাস মুলার পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, লেরয় সানে তুরস্কের ক্লাব গ্যালাতাসারেতে। জামাল মুসিয়ালা ক্লাব বিশ্বকাপে পা ভেঙে অন্তত ছয় মাসের জন্য ছিটকে গেছেন। তাই নতুন আক্রমণভাগ নিয়ে ২২ আগস্ট শুরু হতে যাওয়া বুন্দেসলিগায় নামতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। প্রায় এক যুগ ধরে মুলার-সানেরা বায়ার্নের আক্রমণভাগের ভরসা ছিলেন। হ্যারি কেইন-লুইস দিয়াজরা কী পারবেন সে শূন্যতা পূরণ করতে?

আর এ সুযোগটা নেওয়ার জন্যই মুখিয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। তবে দলবদলের বাজারে ভালো ব্যবসা করলেও তারকাদের হারিয়ে কিছুটা শক্তি খর্ব হয়েছে বায়ার লেভারকুজেন, লাইপজিগ ও ফ্রাঙ্কফুর্টের। তারা অবশ্য নতুন নতুন প্রতিভা দলে টেনেছে। দেখা যাক তারা জ্বলে উঠতে পারেন কিনা।

মুলার-সানেরা দল ছাড়াতেই অনেকটা মরিয়া হয়ে লিভারপুল থেকে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজকে দলে টানে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। গুঞ্জন আছে, বায়ার্নের ফরাসি উইঙ্গার কিংসলে কোম্যান সৌদি ক্লাবে পাড়ি জমাতে পারেন। তাই হ্যারি কেইন, মাইকেল ওলিসে ও লুইস দিয়াজ– এ তিনজনকে দিয়ে আসন্ন মৌসুমে আক্রমণভাগ শানাবেন তিনি। ইংলিশ স্ট্রাইকার কেইন গত মৌসুমে সর্বোচ্চ ২৬ গোল করে বায়ার্নের বুন্দেসলিগা উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফরাসি স্ট্রাইকার মাইকেল ওলিসেও গত মৌসুমে দারুণ খেলেছিলেন। ১৫ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন। তবে বায়ার্ন সবচেয়ে বেশি মিস করবে জামাল মুসিয়ালাকে। অধিকাংশ আক্রমণ তরুণ এ প্লেমেকারকে কেন্দ্র করেই গড়ে উঠত। তাঁর অভাব পূরণ করাই বায়ার্নে এখন বড় চ্যালেঞ্জ। মুসিয়ালার জায়গা নেওয়ার জন্য পল ওয়ার্নার, টম বিস্কোফ ও লেনার্ট কার্ল– এ তিন প্রতিভার দিকে তাকিয়ে বায়ার্ন।

বরুশিয়া ডর্টমুন্ড রণকৌশল সাজাচ্ছে স্ট্রাইকার শেহরু গুইরাসিকে কেন্দ্র করে। ফ্রান্সে জন্ম নেওয়া গিনির এ স্ট্রাইকার গত মৌসুমে বুন্দেসলিগায় ২১ গোল করে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। তাঁর সঙ্গে আছেন দুই পরীক্ষিত পারফরমার জুলিয়ান ব্রান্ডট ও করিম আদেমি। এর মধ্যে ব্রান্ডটকে নিয়ে ভীষণ আশাবাদী কোচ নিকো কোভাক। অভিজ্ঞ এ উইঙ্গার এবার বিশেষ কিছু করবেন বলে বিশ্বাস কোচের। এই ক্লাবের প্রতিভা পরিচর্যার সুনাম রয়েছে। আর্লিং হালান্ড, জুড বেলিংহাম, জাডোন সানচোরা এখানেই প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন। ২০ বছর বয়সী সেন্টার-ব্যাক ফিলিপ্পো মানের মাঝে সে সম্ভাবনা দেখছেন কোভাক।

বায়ার্নের এক যুগের দাপট ভেঙে গত বছর বুন্দেসলিগা জিতেছিল বায়ার লেভারকুজেন। এবার তারা রানার্সআপ হয়ে। তবে সেই ইতিহাস গড়ার এক মৌসুম পরেই দলটা অগোছালো হয়ে পড়েছে। যাঁর হাত ধরে ঐতিহাসিক এ সাফল্য এসেছে, সে কোচ জাবি আলোনসো চলে গেছেন রিয়াল মাদ্রিদে। ক্লাবের সেরা দুই তারকা ফ্লোরিন উইর্টজ ও জেরেমি ফ্রিমপংকে কিনে নিয়ে গেছে লিভারপুল। এর মধ্যে উইর্টজ গতকাল জার্মানির বর্ষসেরা ফুটবলার হয়েছেন। মাঝমাঠের ভরসা গেরাইন্ট শাকাও চলে গেছেন। রক্ষণের স্তম্ভ জোনাথন টাহকে নিয়ে গেছে বায়ার্ন মিউনিখ।

তারকাদের মধ্যে শুধু গত মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা প্যাট্রিক শিসেক আছেন। গত মৌসুমে দাপট দেখিয়েছিল ফ্রাঙ্কফুর্টও। তাদের মূল স্ট্রাইকার হুগো একিতিকিকে কিনে নিয়েছে লিভারপুল। লাইপজিগের ভরসা বেঞ্জামিন সেসকোকে নিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বুন্দেসলিগা হলো প্রতিভা পরিস্ফুটনের সবচেয়ে ভালো জায়গা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0