বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফের রাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু

রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে নতুন করে আবার মনোনয়ন তোলা শুরু হয়।

সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

রাজশাহী :  ছাত্রদলের দেওয়া তালা ভেঙে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে পড়ার পর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ফলে ফের মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এদিকে মনোনয়নপত্র নিতে ভিড় জমিয়েছেন ছাত্রশিবিরের প্যানেল, সাধারণ শিক্ষার্থী ও সাবেক সমন্বয়করা।

রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে নতুন করে আবার মনোনয়ন তোলা শুরু হয়।

এ সময় রাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেতাউর রহমান বলেন, মনোনয়নপত্র বিতরণের কাজ ফের শুরু হয়েছে। যারা মনোনয়ন পত্র সংগ্রহ করতে আগ্রহী তাদেরকে আজই মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে এলে সেখানে ছাত্রদলের কর্মসূচি দেখতে পারি। তাদেরকে প্রতিরোধ করে তালা ভেঙে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এখানে আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখতে পেয়েছি যা একটি স্বাধীন নির্বাচন পরিচালনা করার জন্য উদ্বেগজনক।

আরেক সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বলেন, ছাত্রদল যাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে এসেছে তাদের তো এখনও হল সংযুক্ত, আইডি কার্ড কোনো কিছুই হয়নি। এটাকে সামনে রেখে তারা রাকসু বানচালের ছক কষছিল আমরা তা প্রতিহত করে সঠিক সময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

এর আগে সকাল ৯টা থেকে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয়। পরবর্তীতে দীর্ঘ সময় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের সঙ্গে মুখোমুখি অবস্থানের ফলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। বর্তমানে ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ের একপাশে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0