বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নাটকীয়তা শেষে বায়ার্ন মিউনিখে দিয়াজ

লিভারপুল ও বায়ার্ন মিউনিখ উভয় ক্লাবের পক্ষ থেকেই বুধবার দিয়াজের দল বদলের খবরটি নিশ্চিত করা হয়েছে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দুই দিন আগেই সবকিছু একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজের জন্য বায়ার্ন মিউনিখের দেওয়া ‘দ্বিতীয় প্রস্তাব’ আর ফিরিয়ে দেয়নি লিভারপুল। অ্যানফিল্ডে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে এবার নতুন ঠিকানায় পাড়ি জমালেন তিনি।

লিভারপুল ও বায়ার্ন মিউনিখ উভয় ক্লাবের পক্ষ থেকেই বুধবার দিয়াজের দল বদলের খবরটি নিশ্চিত করা হয়েছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার জার্মান ক্লাবটির সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছেন। বায়ার্নের পক্ষ থেকে ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর, দিয়াজকে পেতে জার্মান চ্যাম্পিয়নদের সাড়ে সাত কোটি ইউরো খরচ হয়েছে।

গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের পথে ১৭টি গোল করে ক্যারিয়ারের সেরা সময় কাটান দিয়াজ। তবুও মৌসুম শেষে তিনি ‘নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা’ জানান বলে গণমাধ্যমে খবর আসে। সেই থেকে নানা সময়ে তার ভবিষ্যৎ ঠিকানা নিয়ে নানারকম খবর এসেছে।

গত সপ্তাহে খবর বের হয়, বায়ার্নের ছয় কোটি ৭৫ লাখ ইউরোর প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লিভারপুল। মাঝে নাকি বার্সেলোনার একটি প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল তারা। অবশেষে ট্রান্সফার ফি বাড়িয়ে তাকে পেল বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। প্রত্যাশানুযায়ী নতুন দল পেয়ে খুশি দিয়াজও।

দৃঢ়তার সঙ্গে লক্ষ্যে ছোটার আশা জানিয়ে দিয়াজ বলেন, আমি খুব খুশি। বায়ার্ন মিউনিখের অংশ হতে পারাটা আমার কাছে অনেক কিছু-এটা বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি। নিজস্ব খেলার ধরণ ও ব্যক্তিত্ব দিয়ে আমি আমার নতুন দলকে সাহায্য করব। আমার লক্ষ্য এখানে সম্ভাব্য সব শিরোপা জেতা-সেই লক্ষ্যে আমরা প্রতিদিন দল হিসেবে কাজ করে যাব।

২০২২ সালের জানুয়ারিতে পোর্তো থেকে লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ১৪৮ ম্যাচ খেলে ৪১ গোল করেছেন দিয়াজ। একটি করে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন তিনি। প্রথমবারের মতো এবার জার্মান ফুটবলে খেলবেন দিয়াজ। সেখানে তিনি ১৪ নম্বর জার্সি পরে খেলবেন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0