বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

কানাডা, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্রের চেয়েও স্বাস্থ্যকর আজকের ঢাকার বাতাস

আজ ঢাকার বায়ুমানের তুলনা কেবল বিশ্বের স্বাস্থ্যকর বাতাসের শহরগুলোর সঙ্গে। ৩৯ একিউআই স্কোর নিয়ে ঢাকা আজ অবস্থান করছে দূষিত বাতাসের শহরগুলোর তালিকার ৮০ নম্বরে।

ফাইল ছবি

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: দূষণের কারণে বছরের বেশিরভাগ সময়ই ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর থাকলেও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সেই অবস্থা থেকে মাঝারি মানে উন্নতি হয়েছিল। কিন্তু আজ ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে বাতাসের মান স্বাস্থ্যকর মানে উন্নতি হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসের একিউআই স্কোর ৩৯। এর ফলে আজ সকালে পর্তুগালের রাজধানী লিসবন (৫০), জাপানের টোকিও (৫০), কানাডার মন্ট্রিয়াল (৪৯), ফিনল্যান্ডের হেলসিঙ্কি (৪৭), ইতালির রোম (৪৭), যুক্তরাষ্ট্রের লেক সল্ট সিটি (৪৭) ও লস অ্যাঞ্জেলেস (৪৩) এবং নেদারল্যান্ডসের রটেরডামের (৪৬) মতো শহরগুলোকে পেছনে ফেলেছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর অন্যতম ঢাকা।

কণা দূষণের একিউআই মান যদি ০ থেকে ৫০-এর মধ্যে থাকে, তবে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ফলে আজ ঢাকার বায়ুমানের তুলনা কেবল বিশ্বের স্বাস্থ্যকর বাতাসের শহরগুলোর সঙ্গে। ৩৯ একিউআই স্কোর নিয়ে ঢাকা আজ অবস্থান করছে দূষিত বাতাসের শহরগুলোর তালিকার ৮০ নম্বরে।

কণা দূষণের একিউআই মান ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে ‘মাঝারি’, আর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়।

একিউআই সূচক ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

আজ মাত্র ৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বায়ুর শহর রাশিয়ার ক্রাসনোইয়ার্স্ক। আর দুদিন আগে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হওয়া অস্ট্রেলিয়ার সিডনি রয়েছে এই তালিকার তিনে। সিডনির বায়ুমান এখন ১৩।

অপরদিকে, ২০২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কুয়েতের রাজধানী কুয়েত সিটির নাম। ১৬৪, ১৫৯ ও ১৫৪ স্কোর নিয়ে তার পরেই রয়েছে যথাক্রমে মিসরের কায়রো, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0