শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬৬

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছে এবং ২৬,৩৭৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (১৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে এই মৃত্যু ঘটেছে। একই সময়ে ৪৬৬ জন ডেঙ্গু আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছে এবং ২৬,৩৭৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছেন, আগস্টে এখন পর্যন্ত ৫,৩৯৮ জন ডেঙ্গু আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং মারা গেছেন ২২ জন। বর্তমানে সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ১,২৬২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪১০ জন এবং বাকি ৮৫২ জন অন্যান্য বিভাগে রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের মাসিক হাসপাতালে ভর্তি ও মৃত্যু সংখ্যা হলো-

এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মেতে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মেতে তিন জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0