বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধের দাবি

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) কাছে একটি আনুষ্ঠানিক চিঠি লিখেছে সংগঠনটি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইতালিয়ান ফুটবল কোচদের সংগঠন এআইএসি। দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সংস্থাটি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) কাছে একটি আনুষ্ঠানিক চিঠি লিখেছে সংগঠনটি। যা ইউরোপ ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে পাঠানো হবে। চিঠিতে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

আগামী দুই মাসে ইসরায়েলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ইতালি। সেগুলো মাঠে গড়ানোর আগে সংগঠনটি বলেছে, ‘ইসরায়েলকে থামতে হবে। ফুটবল কর্তৃপক্ষকেও এ বিষয়ে কঠিন পদক্ষেপ নিতে হবে।’

এআইএসির সহ-সভাপতি জিয়ানকার্লো কামোলেসে বলেছেন, ‘আমরা শুধু খেলার দিকেই মনোযোগ দিতে পারতাম। অন্যদিকে তাকিয়ে থাকতে পারতাম। কিন্তু আমরা বিশ্বাস করি, সেটা সঠিক নয়।’

নিরাপত্তাজনিত কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বাগতিক হিসেবে কোনো ম্যাচ আয়োজন করতে পারে না ইসরায়েল। তাই আগামী ৯ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি তারা হাঙ্গেরির দেব্রেচেনে খেলবে। এরপর ১৫ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে উদিনেতে দলটি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবিলা করবে।

গত বছরের অক্টোবরে উদিনেতেই উয়েফা নেশন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। তখন খেলা শুরুর আগে ও খেলা চলাকালীন সময় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন ইতালিয়ান নাগরিকরা। তাই স্টেডিয়ামের ছাদে স্নাইপার স্থাপনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

সেই সময় থেকে এখন পর্যন্ত গাজায় মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। আল জাজিরার খবর অনুসারে, ২২ মাস ধরে চলা ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা চলতি মাসের শুরুর দিকে ৬২ হাজার ছাড়িয়েছে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0