মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

৪ ইসলামি দলের ঐক্য সম্প্রসারণের সিদ্ধান্ত

সোমবার (৪ আগস্ট ) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি.

ঢাকা: নির্বাচনকে সামনে রেখে দেশের চার ইসলামী দলের শীর্ষ নেতাদের মধ্যে ঐক্য প্রক্রিয়া আরও দৃঢ় ও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে। এই চারটি রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠকে ইসলামি দলগুলোর ঐক্য আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (৪ আগস্ট ) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসলামি দলগুলোর ঐক্য সুসংহত করা, ঐক্যের কলেবর বড়ানো এবং ঐক্য প্রক্রিয়াকে আরও গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির ব্যাপারে সরকারের প্রতি আহবান জানানো হয়।

বৈঠকে খেলাফত মসলিসের পক্ষে উপস্থিত ছিলেন- মহাসচিব ডক্টর আহমাদ আব্দুল কাদের, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0