মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েটের চেয়ে এগিয়ে ঢাবি

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম এক হাজারের মধ্যে রয়েছে বাংলাদেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে বাংলাদেশের শীর্ষ অবস্থানে রয়েছে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়।

ফাইল ছবি

শিক্ষা ডেস্ক

ঢাকা: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কে পেছনে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৯ জুন) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) থেকে প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা গেছে। কিউএস এর ওয়েবসাইটে তালিকাটি প্রকাশিত হয়েছে।

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম এক হাজারের মধ্যে রয়েছে বাংলাদেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে বাংলাদেশের শীর্ষ অবস্থানে রয়েছে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। গত এক বছরে ৩০ ধাপ অবনতি নিয়ে রয়েছে ৫৮৪ তম অবস্থানে।

এছাড়া, এরপর ৭৫০ এর পরের অবস্থান নিয়ে দেশের দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট। বাংলাদেশের তৃতীয় সেরা বিশ্ববিদ্যালয় হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি আবারও দখল করে নিলো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষ স্থান।  

‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ লন্ডন।

তালিকায় থাকা বিশ্বের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের চারটি যুক্তরাষ্ট্রের এবং চারটি যুক্তরাজ্যের। এছাড়া, অষ্টম অবস্থানে সিঙ্গাপুরের একটি এবং সপ্তম অবস্থানে সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

তালিকায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে স্ট্যানফোর্ড (যুক্তরাষ্ট্র), অক্সফোর্ড (যুক্তরাজ্য), হার্ভার্ড (যুক্তরাষ্ট্র) এবং ক্যাম্ব্রিজ (যুক্তরাজ্য) বিশ্ববিদ্যালয়।

নবম অবস্থানে রয়েছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ইউসিএল এবং দশম অবস্থানে রয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বা ক্যালটেক।

বাংলাফ্লো/আফি  

Leave a Comment

Comments 0