বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

‘জাতীয় দলকে ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে লাফ দেয় ক্রিকেটাররা’

সবমিলিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটাররা জাতীয় দলের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: কয়েক দিন আগেই মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিকোলাস পুরান। অথচ ফিটনেস আর ফর্ম বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে আরো কয়েক বছর খেলতে পারতেন তিনি। সম্প্রতি জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন আন্দ্রে রাসেলও।

সবমিলিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটাররা জাতীয় দলের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে। ক্রিকেটারিদের এমন মানসিকতার কারণে আন্তর্জাতি ক্রিকেটে পিছিয়ে পড়ছে ওয়েস্ট ইন্ডিজ বলে মনে করেন ব্রায়ান লারা।

তিনি বলেন, ‘আমরা সবাই প্রথম শ্রেণির ক্রিকেট খেলতাম, কেউ কেউ কাউন্টিতেও খেলেছি শুধু ওয়েস্ট ইন্ডিজ দলে ঢোকার জন্য। কিন্তু এখন তো দেখা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ দলটাই যেন একটা মঞ্চ, যেখান থেকে ফ্র্যাঞ্চাইজি লিগের চুক্তির দিকে লাফ দেয়া যায়। এটা অবশ্য খেলোয়াড়দের দোষ না…।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের বেশিরভাগ ক্রিকেটার এসব লিগে খেলার সুযোগ পায়। তাতে জাতীয় দলের প্রতি আগ্রহ কমেছে ক্রিকেটারদের। এসবের জন্য ক্রিকেট বোর্ডে কিংবা বৈশ্বিক ক্রিকেট কাঠামোরও দায় দেখেন ক্লাইভ লয়েড।

তিনি বলেন, ‘এই তিন বড় দল (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত) সব অর্থ পাবে, বড় সম্প্রচার চুক্তি পাবে—এটা তো ঠিক নয়। আরও ন্যায্যভাবে বিতরণ করতে হবে যাতে করে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলগুলো প্রতিযোগিতা করতে পারে।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0