জেলা প্রতিনিধি
কুমিল্লা: কুমিল্লার পদুয়ায় চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়েছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন প্রাইভেটকারে থাকা ৪ জন আরোহী।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম।
নিহতরা হলেন- কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের একই পরিবারের উমর আলী (৮০), নুরজাহান বেগম (৬৫), আবুল হাসেম (৫০), আবুল কাশেম (৪৫)।
জানা গেছে, বিশ্বরোডের পদুয়া বাজার-সংলগ্ন নির্মাণাধীন ইউলুপের কাছে পৌঁছালে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানটি উল্টে গিয়ে ঢাকাগামী প্রাইভেট কারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারের চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ১২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের দুটি দল প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0