Logo

কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টকে ১২ বছর গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে আদালত

কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছর গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সাক্ষীকে প্রভাবিত করা ও প্রতারণার দায়ে সাবেক এই প্রেসিডেন্টকে এমন সাজার আদেশ দেওয়া হলো।

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা:কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছর গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সাক্ষীকে প্রভাবিত করা ও প্রতারণার দায়ে সাবেক এই প্রেসিডেন্টকে এমন সাজার আদেশ দেওয়া হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কলম্বিয়ার ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট অপরাধে দণ্ডিত হলেন। গৃহবন্দী থাকার পাশাপাশি উরিবে কোনো নির্বাচনে লড়তে পারবেন না। এ ছাড়া প্রায় ৫ লাখ ৭৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাঁকে।

রাজধানী বোগোটার আদালতে উরিবে নিজেকে নির্দোষ দাবি করেছেন। সাবেক এই প্রেসিডেন্ট জানান, তাঁর বিরুদ্ধে এমন মামলা ‘বিরোধী কণ্ঠকে রোধ করার উদ্দেশ্যে’ করা হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন তিনি।

৭৩ বছর বয়সী উরিবে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। সাক্ষীকে প্রভাবিত করার মামলায় গত সোমবার দোষী সাব্যস্ত হন সাবেক এ প্রেসিডেন্ট। মামলাটি ১৩ বছর ধরে চলেছে। তাঁর বিরুদ্ধে বামপন্থী বিদ্রোহীদের দমনে ডানপন্থী আধাসামরিক গোষ্ঠীগুলোর সঙ্গে আঁতাতেরও অভিযোগ রয়েছে। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন উরিবে।

কারাবন্দী দুই সাবেক প্যারামিরিটারি সদস্য প্রমাণ দিয়ে জানান, উরিবের পক্ষে সাক্ষ্য দিতে তাঁর আইনজীবী দিয়েগো কাদেনা তাদের ঘুষ দিতে চেয়েছিলেন। তবে কাদেনা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং আরও কয়েকজন সাবেক প্যারামিলিটারি সদস্যের সঙ্গে মিলে উরিবের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।

এদিকে কিছু দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট উরিবের সাজা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বামপন্থী ফার্ক বিদ্রোহীদের প্রতি কট্টর মনোভাবের জন্য অতীতে উরিবের প্রশংসা করেছে ওয়াশিংটন।

তথ্যসূত্রঃ বিবিসি

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0