আন্তর্জাতিক ডেস্ক
ঢাকাঃ পাকিস্তানে ইসলামাবাদ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৯ জন। শুক্রবার (১ আগস্ট ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের শেখপুরা জেলার কাছে ইসলামাবাদ এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীরা আহত হয় বলে জানানো হয়েছে।
স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। ঘটনাস্থল থেকে ১ হাজার ১শ ২২ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে পাঞ্জাব কর্তৃপক্ষ। প্রাথমিক পর্যায়ের উদ্ধার অভিযান শেষ হয়েছে।
এর আগে, ২৮ জুলাই জাফর এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত একজন নিহত হয়েছিল।
তথ্যসূত্রঃ দ্য ডন
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0