বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফ্লাইটে দম্পতির ধূমপান, মাঝ পথে ঘুরিয়ে দেয়া হল বিমান

উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর এক দম্পতিকে টয়লেটে ধূমপান করতে দেখা যায়। ক্যাপ্টেন তাদের সতর্ক করেন। কিন্তু তার পরও তারা ধূমপান চালিয়ে যান।

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: টিইউআই এয়ারওয়েজের একটি ফ্লাইটে এক দম্পতি ধূমপান করায় পাইলট মাঝ পথে ফ্লাইট ঘুরিয়ে দিতে বাধ্য হন। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। সেখানে যাত্রীদের ১৭ ঘণ্টা আটকে থাকতে হয়েছিল।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৮ জুলাই টিইউআই এয়ারওয়েজের ফ্লাইট বিওয়াই ৪৯ মেক্সিকোর কানকুন থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর এক দম্পতিকে টয়লেটে ধূমপান করতে দেখা যায়। ক্যাপ্টেন তাদের সতর্ক করেন। কিন্তু তার পরও তারা ধূমপান চালিয়ে যান।

এ কারণে উড্ডয়নের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্থানীয় সময় রাত ৯ টা ৩০ মিনিটে মেইনের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। অবতরণের পর ওই দম্পতিকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু কাজের সময় শেষ হয়ে যাওয়ায় ক্রুরা ওই ফ্লাইটে আর লন্ডনে যাননি।

যুক্তরাজ্যের বাসিন্দা ৬৬ বছর বয়সী টেরি লরেন্স সাউথওয়েস্ট নিউজ সার্ভিসকে বলেন, এ ঘটনায় সবাই বিরক্ত ছিল।

তিনি দাবি করেন, ব্যাঙ্গরে অপ্রত্যাশিত অবতরণের পর যাত্রীরা অতিরিক্ত পাঁচ ঘণ্টা বসে ছিল।

মার্কিন অভিবাসন নিয়ম অনুসারে, যাত্রীরা টার্মিনাল থেকে বের হতে পারছিল না। তাদের বিমানবন্দরের একটি সামরিক এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে।

নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, একটি ভিডিওতে যাত্রীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঘুমাতে দেখা গেছে। এ পরিস্থিতিকে যুদ্ধক্ষেত্রের অস্থায়ী বিছানা হিসেবে তুলনা করা হয়েছে।

যাত্রীদের তাদের জিনিসপত্র পেতে ১২ থেকে ১৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। এমনকি তাদের নাস্তাও দেওয়া হয়নি বলে জানা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, টিইউআই যুক্তরাজ্য থেকে ভিন্ন একটি বিমানের ব্যবস্থা করেছিল। মেইনে অবতরণের ১৭ ঘণ্টারও বেশি সময় পর স্থানীয় সময় ৯ জুলাই বিকেল ৩টায় ফ্লাইটটি অবশেষে ব্যাঙ্গর থেকে উড্ডয়ন করে।

সুত্র: এনডিটিভি

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0