বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাবির ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরেরও বেশি সময় ধরে নিষিদ্ধ থাকা ছাত্র রাজনীতি ফের শুরু করলো জাতীয়তাবাদী ছাত্রদল।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরেরও বেশি সময় ধরে নিষিদ্ধ থাকা ছাত্র রাজনীতি ফের শুরু করলো জাতীয়তাবাদী ছাত্রদল। ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আহ্বায়ক কমিটি গঠন করেছে সংগঠনটি। এতে নতুন করে আলোচনায় এসেছে ঢাবির হলভিত্তিক রাজনীতি।

শুক্রবার (৮ আগস্ট) ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিশ্ববিদ্যালয়ের অধীন ১৮টি হল শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

জানা গেছে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখায় ৫১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। আহ্বায়ক হয়েছেন মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিজভী আলম এবং সদস্য সচিব জোবায়ের হোসেন।

কবি জসীমউদদীন হলে ৪৩ সদস্যের কমিটিতে আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহেদ এবং সদস্য সচিব মেহেদী হাসান।

মাস্টারদা সূর্যসেন হলে ৪৭ সদস্যের কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লিয়ন মোল্যা, সদস্য সচিব মো. আবিদুর রহমান মিশু।

বিজয় একাত্তর হলে ৫৪ সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান মো. সাদমান সিদ্দিক, সদস্য সচিব সাকিব বিশ্বাস।

শেখ মুজিবুর রহমান হলেও ৫৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন সাঈফ আল ইসলাম দীপ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিনভী মোশাররফ, সদস্য সচিব মো. সিহাব হোসেন (শাহেদ)।

হাজী মুহম্মদ মুহসীন হলের ৬১ সদস্যের কমিটিতে রয়েছেন আহ্বায়ক আবু জার গিফারী ইফাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. তানভীর আহমেদ জিয়াম এবং সদস্য সচিব মনসুর আহমেদ রাফি।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, জগন্নাথ হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হলেও পৃথক পৃথক কমিটি ঘোষণা করা হয়েছে।

সব মিলিয়ে ১৮টি হলের জন্য ঘোষিত এসব কমিটিতে মোট ৫৯৩ জন শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0