জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর থেকে দুটি কনটেইনারের হদিস মিলছে না, যার মধ্যে রয়েছে দেড় কোটি টাকার কাপড়। বন্দরের মতো সংরক্ষিত এলাকা থেকে কীভাবে এ দুটি কনটেইনার গায়েব হয়েছে—তা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিলামে অংশ নিয়ে শুল্ক-চার্জসহ পণ্য ডেলিভারির সব ব্যবস্থা সম্পন্ন করার পরই কনটেইনার দুটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম কাস্টমসের নিলামে প্রায় ২৭ টন ফেব্রিক্সের কনটেইনার ৮৫ লাখ টাকায় কিনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। তিনি প্রথমে কনটেইনারের পণ্য পরিদর্শন করেন, পরে এক কোটি সাত লাখ টাকায় শুল্ক, দাম ও বন্দরের চার্জ পরিশোধ করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে ইয়ার্ডে গেলে জানানো হয়, কনটেইনারটি নেই। এ ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কোনো হদিস মেলেনি।
সেলিম রেজা অভিযোগ করেন, কাস্টমস কমিশনার বরাবর তিনটি চিঠি দিয়েছি। এখন পর্যন্ত কোনো সদুত্তর পেলাম না। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, আর্থিক ক্ষতি দেড় কোটি টাকার উপরে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহ-কমিশনার মো. সাকিব হোসেন জানান, আমরা প্রথমে বন্দরে চিঠি দিয়ে পণ্য পাওয়া যায় কি না জানতে চাইবো; পণ্য না পাওয়া গেলে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরে ৪৮ থেকে ৪৯ হাজার কনটেইনার রয়েছে। এর মধ্যে হ্যান্ডলিংয়ের সময় হয়তো একটি কনটেইনার যে স্থানে থাকার কথা সেখানে নেই। অন্য কোথাও ঠিকই রয়েছে। খোঁজা হচ্ছে। মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। পাওয়া গেলে জানানো হবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0