জেলা প্রতিনিধি
কুমিল্লাঃ বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত ১০ জুলাই স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।
আজ সোমবার ( ২১ জুলাই ) কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ৯ জুলাই হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতি এবং ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় পানি বৃদ্ধি পাওয়ায় ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।
রুনা নাসরিন জানান, ফেনীসহ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১০ জুলাইয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এই স্থগিত পরীক্ষা আগামী ১২ আগস্ট নেওয়া হবে।
তথ্যসূত্রঃ দ্য ডেইলি স্টার
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0