বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ক্লাব বিশ্বকাপ: দর্শক টানতে টিকিটের মূল্য ছাড়

ফিফা এবার টুর্নামেন্টে চালু করেছে ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি। যেখানে দর্শকসংখ্যা ও টিকিটের চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পাল্টে যাচ্ছে টিকিটের দাম।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে টিকিটের দামে বড় চমক দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দর্শক টানতে নাটকীয়ভাবে কমিয়ে আনা হয়েছে টিকিটের মূল্য।

চেলসি ও ফ্লুমিনেন্সের মধ্যকার সেমিফাইনালের সাধারণ টিকিট এখন বিক্রি হচ্ছে মাত্র ১৩.৪০ ডলারে। অথচ এক সপ্তাহ আগেও এই ম্যাচের টিকিটের দাম ছিল ৪৭৩.৯০ ডলার! ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, মঙ্গলবার দিবাগত রাত ১টায়।

ফিফা এবার টুর্নামেন্টে চালু করেছে ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি। যেখানে দর্শকসংখ্যা ও টিকিটের চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পাল্টে যাচ্ছে টিকিটের দাম।

এর আগেও কোয়ার্টার ফাইনালে একই কৌশল অবলম্বন করে সফলতা পেয়েছে ফিফা। ফ্লুমিনেন্স-আল হিলাল (অরল্যান্ডো) এবং চেলসি-পালমেইরাস (ফিলাডেলফিয়া) ম্যাচের টিকিটও নামিয়ে আনা হয়েছিল মাত্র ১১.১৫ ডলারে।

তবে টিকিট দামে এই ছাড়ের বাইরে রয়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচ। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই রিয়াল গ্যালারিতে এনেছে ৬০ হাজারের বেশি দর্শক। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সেই সংখ্যা ছিল ৭৬,৬১১ জন, যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এই জনপ্রিয়তাই হয়তো টিকিটের দামে ছাড় না দেওয়ার অন্যতম কারণ। বুধবার প্যারিস সেন্ট-জার্মেইনের বিপক্ষে সেমিফাইনালের এই ম্যাচের টিকিটের শুরু মূল্য ১৯৯.৬০ ডলার।

দর্শক টানতে কম দামে টিকিট দেওয়ার পরও অনেক ম্যাচেই গ্যালারি খালি দেখা যাচ্ছে। আয়োজকরা বিষয়টি নিয়ে চিন্তিত হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফিফা। তবে ধারণা করা হচ্ছে, অতি উচ্চমূল্যের কারণে বেশিরভাগ ম্যাচেই দর্শকসংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0