স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দারুণ জয় পেলেও সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেছেন তরুণ ডিফেন্ডার ডিন হুইসেন। ফলে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় হুইসেন ছিলেন রক্ষণভাগের অন্যতম ভরসা। তার অনুপস্থিতি রক্ষণে বড় শূন্যতা তৈরি করেছে। এখন প্রশ্ন উঠেছে হুইসেনের জায়গায় কে নামবেন একাদশে?
সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আছেন রাউল আসেন্সিও, এদের মিলিতাও এবং জাকোবো রামন। তবে দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে ফিরলেও এখনও পর্যন্ত এক মিনিটও মাঠে নামেননি মিলিতাও। ফলে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রয়েছেন আসেন্সিও।
তবে আলোনসো চাইলে কৌশলগত পরিবর্তনও আনতে পারেন। সে ক্ষেত্রে চুয়ামেনিকে সেন্টার-ব্যাকে নামিয়ে মাঝমাঠে লুকা মডরিচ কিংবা দানি সেবায়োসকে খেলানোর চিন্তা করছেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0