স্পোর্টস ডেস্ক
ঢাকা: রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিরুদ্ধে করা ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির মুখোমুখি হওয়ার আগে এই সিদ্ধান্ত নেন তিনি। তবে ৫৫ মিলিয়ন ইউরো বকেয়া বেতন ও বোনাস আদায়ের মামলা চালিয়ে যাবেন এই ফরাসি তারকা।
এমবাপ্পের আইনজীবীরা সোমবার নিশ্চিত করেন, ফরাসি আদালতে পিএসজির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি অভিযোগ তিনি প্রত্যাহার করেছেন।
গত মে মাসে দাখিল করা এই অভিযোগে বলা হয়, ২০২৩ সালে চুক্তি সংক্রান্ত টানাপোড়েনের সময় এমবাপ্পেকে দল থেকে বাদ দিয়ে আলাদা অনুশীলনে পাঠিয়ে ‘মানসিক নির্যাতন’ করা হয়েছে।
তবে অভিযোগ প্রত্যাহারের পরও ফরাসি শ্রম আদালতে আলাদাভাবে চলমান একটি মামলায় তিনি এখনো ৫৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৬৪৪ কোটি টাকা) পাওনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অর্থ এমবাপ্পের পিএসজির সঙ্গে চুক্তির শেষদিকে বেতন ও বোনাস হিসেবে পাওনা ছিল বলে দাবি তার আইনজীবীদের।
এমবাপ্পে জানান, পিএসজি বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ক্লাবের সমর্থক ও সাবেক সতীর্থদের প্রতি তার কোনো বিদ্বেষ নেই।
২০২৩ সালের প্রাক-মৌসুমে পিএসজি তাকে ‘লফট’ নামে পরিচিত একটি বিশেষ আলাদা গ্রুপে পাঠিয়ে দেয়। মূলত যেসব খেলোয়াড় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই তাদের এইভাবে আলাদা করে এই গ্রুপে রাখা হয়।
এমবাপ্পে দাবি করেন, এই আচরণ তার জন্য ছিল মানসিকভাবে অত্যন্ত কষ্টকর এবং এটি তার অতীত জীবনের কিছু কঠিন অভিজ্ঞতার স্মৃতিকে জাগিয়ে তোলে। সে কারণেই তিনি তখন আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0