স্পোর্টস ডেস্ক
ঢাকা: ফিফা ক্লাব বিশ্বকাপে রূপকথার গল্প লিখিয়েই যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল দলটির নকআউট পর্বে ওঠা নিয়েই ছিল শঙ্কা আর অনিশ্চয়তা, সেই দল এখন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে!
গতকাল শুক্রবার অবিশ্বাস্য লড়াইয়ে সৌদি আরবের আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। দুই দলের এটি ছিল প্রথম মুখোমুখি লড়াই।
ম্যাচের প্রথম গোল আসে ৪০ মিনিটে। আল হিলালের পর্তুগিজ তারকা হুয়াও কানসেলো বল ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই সুযোগে গ্যাব্রিয়েল ফুয়েন্তেস বল বাড়িয়ে দেন মার্তিনেলিকে, যিনি বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন পোস্টের ওপরের ডান কোনায়। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্লুমিনেন্স
আল হিলাল দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে। ৫১ মিনিটে কালিদু কুলিবালির একটি হেড মারকোস লেওনার্দোর পায়ে লাগে। এরপর দ্রুত পজিশন নিয়ে কাছ থেকে গোল করেন লেওনার্দো। প্রো লিগের ক্লাব সমতায় ফিরলেও হাল ছাড়েনি ফ্লুমিনেন্স।
বিরতির পর মার্তিনেলির পরিবর্তে হারকিউলিসকে নামায় ব্রাজিলিয়ান ক্লাব। আগের রাউন্ডে ইন্টার মিলানের বিপক্ষে গোল করা এই তারকা এবারও চমৎকার এক গোল করেন। ৭০ মিনিটে তার এই গোলেই জয় পায় ফ্লুমিনেন্স।
মার্তিনেলি বলেন, ‘অনেকেই আমাদের দলে, আমাদের সামর্থ্যে বিশ্বাস করত না। কিন্তু প্রতিটি ম্যাচে আমরা দেখিয়েছি, আমরা লড়াকু। আমরা মাঠে নামলে, আমাদের হারানো সহজ নয়।’
তবে দুর্ভাগ্যবশত গোল করার পরপরই হলুদ কার্ড দেখেন মার্তিনেলি, ফলে সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি।
ফ্লুমিনেন্স অধিনায়ক থিয়াগো সিলভা ম্যাচ শেষে বলেন, ‘আপনি যদি কিছুদিন আগে আমাকে জিজ্ঞাসা করতেন, আমরা সেমিফাইনালে উঠব কিনা, আমি হয়তো বলতাম বিশ্বাস করি। কারণ আমি আমার কাজে বিশ্বাস রাখি। তবে এটা তখন খুব দূরের স্বপ্ন মনে হতো।’
অন্যদিকে আল হিলাল কোচ সিমোন ইনজাগি বলেন, ‘আমি আমার দলের সকল খেলোয়াড়কে অভিনন্দন জানাই। তারা আজ নিজেদের হৃদয় উজাড় করে খেলেছে। অবশ্যই আমরা হতাশ, তবে আমাদের গর্বিতও হওয়া উচিত।’
ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তার ছোট ভাই আন্দ্রে সিলভার স্মরণে। গত বৃহস্পতিবার স্পেনে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছিল।
ফ্লুমিনেন্স এখন সেমিফাইনালে মুখোমুখি হবে পালমেইরাস ও চেলসির মধ্যকার বিজয়ী দলের।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0