মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ক্লাব বিশ্বকাপ: এমবাপ্পে ছাড়াই কি পিএসজি ভালো দল?

দীর্ঘ নাটকীয়তা শেষে গত বছর ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এমবাপ্পে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। তাই গোটা ফুটবলবিশ্বের নজর এখন রিয়াল বরনাম পিএসজি ম্যাচের দিকে। বুধবার দিবাগত রাত ১টায় শুরু হবে এই মহারণ। তার আগে পিএসজি কোচ লুইস এনরিকেকে কথা বলতে হলো প্রতিপক্ষ দলের তারকা এমবাপ্পেকে নিয়ে।

দীর্ঘ নাটকীয়তা শেষে গত বছর ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এমবাপ্পে। পিএসজির সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এনরিকের কাছে প্রশ্ন ছিল- এমবাপ্পেকে ছাড়াই পিএসজি কি এখন আরও ভালো দল? জবাবে প্রশ্নেই গভীরেই গেলেন না এনরিকে, ‘এই প্রশ্ন অতীত নিয়ে। আমি এখানে অতীত নিয়ে কথা বলতে চাই না। ভাবছি কেবল ভবিষ্যৎ নিয়েই।’

প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়ে চলতি মৌসুমে ট্রেবলজয়ী পিএসজি কোচ আরও বলেন, ‘বিশ্বের সফলতম ক্লাবের বিপক্ষে লড়াই সবসময়ই বাড়তি প্রেরণার। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি বিশেষ কিছু, কোনো সংশয় নেই। এই ধরনের ম্যাচ খেলতে আমরা বেশি পছন্দও করি, কারণ এর মানে আমরা নিজেদের কাজটি করতে পেরেছি এবং সেমি-ফাইনালের মতো ম্যাচ খেলার জায়গায় আসতে পেরেছি।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0