বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ক্লাব বিশ্বকাপ: বাদ পড়ায় রেফারিকে দুষলেন আল হিলালের খেলোয়াড়রা

ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন আল হিলালের ডিফেন্ডার কালিদু কুলিবালি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: রেফারিং নিয়ে বিতর্ক নতুন নয় ফুটবলে। বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা চ্যাম্পিয়নস লিগ—সব বড় আসরেই কখনো না কখনো ম্যাচের মোড় ঘুরেছে রেফারির এক সিদ্ধান্তে। এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ক্লাব বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে ২-১ গোলে হারের পর কড়া সমালোচনায় মুখর হয়েছেন সৌদি ক্লাব আল হিলালের খেলোয়াড়রা।

গত শুক্রবার (৪ জুলাই) ফ্লোরিডার মাঠে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ফ্লুমিনেন্স এবং আল হিলাল। ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ড্যানি ম্যাকেলি। প্রথমার্ধে ফ্লুমিনেন্সের ডিফেন্ডার স্যামুয়েল জেভিয়ারের ট্যাকলে ডিবক্সে পড়ে যান মার্কোস লিয়ান্দ্রো। পেনাল্টির আবেদন ওঠে, কিন্তু ভিএআর দেখে সেই সিদ্ধান্ত বাতিল করে দেন রেফারি।

ম্যাচের শেষ ১৫ মিনিটেও বেশ কয়েকবার ফ্লুমিনেন্সের বক্সে পড়ে যান আল হিলালের ফুটবলাররা। প্রতিবারই পেনাল্টির জোরালো আবেদন ওঠে, কিন্তু সাড়া মেলেনি। উল্টো অতিরিক্ত সময়ে ‘ডাইভ’ দেওয়ার অভিযোগে কালিদু কুলিবালিকে দেখানো হয় হলুদ কার্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় আল হিলালকে।

ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন আল হিলালের ডিফেন্ডার কালিদু কুলিবালি। তিনি বলেন,‘মাঝেমধ্যে অনেক কিছু মেনে নিতে হয়। তবে এভাবে হেরে যাওয়া লজ্জার। আমরা ম্যাচে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু রেফারি আমাদের জন্য কিছুই করেননি। এমনকি প্রথমার্ধে আমাদের সঙ্গে বাজেভাবে কথা বলেছেন। কেন এমন আচরণ করলেন, বুঝতে পারলাম না।’

শুধু কুলিবালিই নয় বরং রেফারি নিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন আল হিলালের আরেক ডিফেন্ডার রেনান লোদিও। তিনি বলেন,‘দুইটা স্পষ্ট পেনাল্টি ছিল যা একজন অন্ধ মানুষও বুঝতে পারবে। দুর্ভাগ্যজনকভাবে রেফারির সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।’

ম্যাচ হেরে গেলেও মাঠজুড়ে দাপট ছিল আল হিলালেরই। তারা ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলমুখে ৪টি শট নেয়, যার মধ্যে একটি থেকে আসে গোল। অন্যদিকে ফ্লুমিনেন্স বলের দখলে ছিল ৪২ শতাংশ, এবং তাদের ৩টি অন টার্গেট শটের মধ্যে ২টি গোল হয়। এই ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্লুমিনেন্স। তাদের প্রতিপক্ষ এখন ইংলিশ ক্লাব চেলসি, যারা আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়েছে। দুই দলের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে ৮ জুলাই রাত ১টায়।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0