বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একাডেমিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু হতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর।
সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যানদের কাছে আজ এই ক্লাস ও পরীক্ষা মনিটরিং ওয়েব অ্যাপ্লিকেশনটি হস্তান্তর করা হয়েছে। আজ চেয়ারম্যানদের অ্যাক্সেস দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের আগামী ১ সেপ্টেম্বর থেকে অ্যাক্সেস দেওয়া হবে।
ওয়েব অ্যাপ্লিকেশনটিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান বলেন, এটি আলাদা কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ নয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই একটি আলাদা সাইট তৈরি করা হয়েছে, যেখানে বিভাগের চেয়ারম্যান ও সুনির্দিষ্ট শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, এই সিস্টেম অবশ্যই শিক্ষার্থীদের কল্যাণের জন্য করা হয়েছে। কিন্তু এটি একটু সংশোধন করা প্রয়োজন ছিল। অনেক শিক্ষকের পরপর দুটি বা তিনটি ক্লাস থাকলে অনেক সময় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে। আবার পরীক্ষা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একই কাজ খাতা-কলম ও অনলাইনে দুই জায়গায় করতে হবে। এতে শিক্ষকদের কাজ কিছুটা বেড়েছে। অনলাইনে করার ক্ষেত্রে যারা জ্যেষ্ঠ শিক্ষক আছেন, তাদের জন্য কিছুটা সমস্যা হলেও কনিষ্ঠ বা তরুণ শিক্ষকদের জন্য সমস্যা হবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, পরীক্ষা মনিটরিংয়ের বিষয়টি খুবই ইতিবাচক। এর ফলে পরীক্ষার ফলাফল সময়মতো দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। একইসঙ্গে বিভাগের সেশনজটও অনেকাংশে লাঘব হবে। দ্বিতীয়ত ক্লাস মনিটরিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের সেকশনে কিছুটা সমস্যা হতে পারে। অনেক শিক্ষক এ বিষয়ে কিছুটা অসন্তোষও প্রকাশ করেছেন। তারপরও যেহেতু নতুন একটি পদ্ধতি চালু করা হয়েছে, দেখা যাক কতটুকু সুফল পাওয়া যায়।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0