জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইফেরত দুই যাত্রীর কাছ থেকে ১৩ লাখ টাকা মূল্যের সিগারেট আর নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করে।
কাস্টমস কর্মকর্তারা জানান, দুবাই থেকে একটি ফ্লাইটে রোববার রাতে চট্টগ্রাম পৌঁছেন ফেনী সদর উপজেলার বাসিন্দা মো. আরিফুল ইসলাম এবং চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন। দুই যাত্রী ইমিগ্রেশন শেষে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ব্যাগেজ তল্লাশি করা হয়। এসময় তাদের ব্যাগেজ থেকে ১৬৫ কার্টুন মন্ড সিগারেট এবং ২ হাজার ৭৬ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৪ হাজার টাকা। অভিযুক্ত দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। পরের বার একই অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0