বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে শিশু হাসপাতাল

বঞ্চিত চিকিৎসকরা অভিযোগ করেছেন, হাসপাতালে কর্মরত অনারারি চিকিৎসকদের একটি অংশকে রাতারাতি নিয়োগ দেওয়া হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: পদ্ধতিগত ত্রুটির কারণে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) শিশু হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি আলোচনায় এলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে প্রাথমিকভাবে নিয়োগ বাতিলের সুপারিশ করে। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমও বিষয়টি নিয়ে তদন্তের কথা জানিয়েছিলেন।

বঞ্চিত চিকিৎসকরা অভিযোগ করেছেন, হাসপাতালে কর্মরত অনারারি চিকিৎসকদের একটি অংশকে রাতারাতি নিয়োগ দেওয়া হয়। তাদের বেশিরভাগই কোনও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় অংশ নেননি। লিখিত বা মৌখিক পরীক্ষার ব্যবস্থা না থাকায় যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।

চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিয়োগ প্রক্রিয়া তদন্তের নির্দেশ দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চেয়ে মন্ত্রণালয় থেকে চিঠিও পাঠানো হয়।

এরপর ১০ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় শিশু হাসপাতালের নিয়োগের বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0