বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দেশের রাজনৈতিক নেতাদের ধারণা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পথে আন্তরিকভাবেই এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব সহসা জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। বৃহস্পতিবার (৫ জুন) রাতে দেশের বিশিষ্ট কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে আলাপকালে এ বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে। তারা বলছেন, প্রধান উপদেষ্টার সেই ভাষণে নির্বাচনের বিষয়ে একটি পথরেখা থাকতে পারে। তবে তার দ্বিমতও পাওয়া গেছে কারও কারও কাছে।বৃহস্পতিবার (৫ জুন) রাতে দেশের বিশিষ্ট কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে আলাপকালে এ বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক দায়িত্বশীলের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
অন্য একজন সিনিয়র রাজনীতিবিদ জানান, প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না, তিনি ঠিক কী বিষয়ে কথা বলবেন। আর তিনি নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণাও করবেন না। এই বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার।
এ বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি মনে করি অধ্যাপক ইউনূস নির্বাচন সম্পর্কে রূপরেখা দেবেন। নির্বাচনের একটি পথনির্দেশনা দিতে পারেন। এছাড়া এইসময়ে জাতির সামনে আসার যুক্তি দেখা যায় না।’
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন তাহলে তা গণতন্ত্রের বিকাশের জন্য মঙ্গলকর হবে।’
বিএনপির একটি উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র জানায়, মনে হয় না তিনি নির্বাচনের বিষয়ে কোনও সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবেন।
তবে দলটির সিনিয়র একজন নেতা জানান, নির্বাচনের বিষয়ে জাতিকে তিনি একটি স্পষ্ট প্রতিশ্রুতি দিতে পারেন।
প্রসঙ্গত, ইতোমধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপিসহ দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আহ্বান অব্যাহত আছে। ঈদের পর প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাবেন বলে জানা যাচ্ছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0