বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় পৌঁছেছে। রবিবার (৩১ আগস্ট) বিকাল ৪টা ১৫ মিনিটে তারা যমুনায় পৌঁছায়। পরে বিকাল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন।
প্রতিনিধি দলে আরও আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং ড. হামিদুর রহমান আযাদ।
বৈঠকসূচি অনুযায়ী জামায়াতের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সন্ধ্যা ৭টায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0