বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানিয়েছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
তার আগে বিকাল ৫টায় তিনি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আয়োজনে অংশ নেবেন দেশের বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ। বিশেষভাবে শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক বার্তায় সকল নাগরিককে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
অন্যদিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, ভাষণে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ জাতির সামনে তুলে ধরবেন।
এছাড়া ভাষণে তিনি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন কোন মাসে অনুষ্ঠিত হবে—তা নির্দিষ্ট করে ঘোষণা দিতে পারেন বলেও সূত্রটি জানিয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0