বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় সচিবালয় চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত রয়েছেন।
এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসাবে এটি এই সরকারের আমলে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।
বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি।
প্রধান উপদেষ্টার সচিবালয়ে উপস্থিতিকে ঘিরে সচিবালয় এলাকাজুড়ে বিরাজ করছে সতর্ক পরিবেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এক নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া সচিবালয়ের ভেতরে ও বাইরে বিজিবি, র্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর দেখা গেছে। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ে প্রবেশের স্টিকার ছাড়া কোনো গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সচিবালয় কাভার করা সাংবাদিকদেরও বেলা ১১টা পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।
সকাল থেকেই এক নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের এ ভবনের আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না। ভবনটি ঘিরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নতুন নির্মিত এক নম্বর ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিতে পারেন ড. ইউনূস।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0