বাংলাফ্লো প্রতিনিধি
চট্টগ্রাম: ছাত্রশিবিরের হামলার অভিযোগ তুলে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে মিছিলটি চকবাজার কাতালগঞ্জ বৌদ্ধমন্দিরের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম কলেজ হয়ে গণি বেকারি গিয়ে শেষ হয়।
ছাত্রদলের নেতারা বলেন, সোমবার রাতে মহসিন কলেজ ছাত্রদল নেতারা মহসিন কলেজ ছাত্রলীগের নেতা মিজানের অনুসারী আরিফকে থানায় সোপর্দ করেন। ছাত্রদল নেতাদের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের সময়ে আরিফ একাধিকবার ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমকে মারাত্মকভাবে আহত করে।
পরবর্তীতে রাত ১০টায় শিবির মব সৃষ্টি করে থানা থেকে আরিফকে ছিনিয়ে নেয় এবং উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্থানীয় ছাত্রদল নেতারা এগিয়ে এলে পুলিশের সহায়তায় শিবির অতর্কিতভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ১২ জন আহত এবং ২ জন গুলিবিদ্ধ হন।
মিছিলে অংশ নেন চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন আলু, সদস্য সচিব ইমরান লিটন ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারফারাস সিজ্জি নূরী।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0