জেলা প্রতিনিধি
চট্রগ্রাম: চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। বুধবার (২৩ জুলাই) চট্টগ্রামের কাপাসগোলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিল নগরের বিভিন্ন সড়ক ঘুরে অলিখাঁ মসজিদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ছাত্রশিবিরের মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হক মুমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তানজীর হোসেন জুয়েল বলেন, ‘বিগত সময়ে ফ্যাসিবাদীরা যে স্লোগান দিয়েছিল, ছাত্রদল একই স্লোগান দিয়ে নব্য ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে। সারা দেশে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলেছে। ছাত্রদল মূলত চাঁদাবাজিকে সৃজনশীল কাজে পরিণত করেছে। গত ২১ জুলাই তাদের চাঁদাবাজির প্রতিবাদ করায় আমাদের ভাইদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে।’
ছাত্রদলের ব্যানারে যারা জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়েছিল, তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগেও যারা আমাদের বাংলা ছাড়া করার ঘোষণা দিয়েছিল, তারাই আজ বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বসে আছে। এভাবে নৈরাজ্য ও চাঁদাবাজি চলতে থাকলে ছাত্রলীগ-আওয়ামী লীগের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, ‘জুলাই বিপ্লব শুধুমাত্র ৩৬ দিনের জুলুম-নির্যাতনের কারণে হয়নি; বরং বিগত ১৭ বছরে নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে ছাত্র-জনতা একটি সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু দুঃখের বিষয় ছাত্রদল নামের সংগঠন চাঁদাবাজিকে তাদের সৃজনশীল কাজে পরিণত করে তুলেছে। দুই দিন আগে চকবাজারে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা এই গুলি কোথায় পেয়েছে? শিগগিরই এসব সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেন ও প্রচার সম্পাদক সিরাজী মানিক প্রমুখ।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0