মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে পরিবর্তন, থাকছে না নিবন্ধন

সংশোধিত বিধি অনুযায়ী, ভবিষ্যতে ‘নিবন্ধন বিজ্ঞপ্তি’র পরিবর্তে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ জারি করা হবে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। আর থাকছে না নিবন্ধন পরীক্ষা। এ জন্য শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশোধনের কাজ ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নতুন বিধি কার্যকর হলে এনটিআরসিএ সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ বিসিএসের আদলে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। বর্তমানে প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সনদ নিতে হয়, এরপর আলাদা করে নিয়োগের জন্য আবেদন করতে হয়। এতে বয়সসীমা অতিক্রমসহ নানা জটিলতা তৈরি হয়। এসব সমস্যার সমাধান করতেই নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশোধিত বিধি অনুযায়ী, ভবিষ্যতে ‘নিবন্ধন বিজ্ঞপ্তি’র পরিবর্তে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ জারি করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই প্রার্থীর বয়স গণনা শুরু হবে। শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। যেমন, ৫০ হাজার পদ খালি থাকলে এক লাখ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে।

চূড়ান্ত পর্যায়ে শূন্যপদের তুলনায় ২০ শতাংশ বেশি প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হবে। এতে কেউ যোগদান না করলে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া সম্ভব হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা আর হবে না। অনেকটা বিশেষ বিসিএসের মতো প্রক্রিয়া চালু করা হবে। উদাহরণস্বরূপ, ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হতে পারে, যেখানে এমসিকিউ ও লিখিত দুটোই থাকবে। শেষে থাকবে ভাইভা। এতে প্রার্থীদের জন্যও বিষয়টি সহজ হবে। বিজ্ঞপ্তি প্রকাশের সময় থেকেই বয়স গণনা শুরু হবে, ফলে বয়সের বাধা থেকেও মুক্তি মিলবে।\**

তিনি আরও জানান, ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সংশোধিত বিধি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে। অনুমোদন পেলে শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, এই বিধি কার্যকর হলে পিএসসির আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। যত শূন্যপদ, তত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। ফলে নিবন্ধন পাস করে প্রার্থীদের আর দীর্ঘ সময় বসে থাকতে হবে না।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0