জেলা প্রতিনিধি,
চট্টগ্রাম: দীর্ঘ ১৬ বছর পর জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে তৃণমূল বিএনপির মধ্যে নতুন জোয়ার দেখা দিয়েছে চকরিয়ায়।
শুক্রবার (২২ আগস্ট) উখিয়া উপজেলা বিএনপির সম্মেলন শেষে আগামীকাল শনিবার (২৩ আগস্ট) সবচেয়ে বড় জমায়েত হতে যাচ্ছে চকরিয়ায়। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
দীর্ঘ পাঁচ বছর পর হতে যাওয়া এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত পরিবেশে বিএনপির এটাই প্রথম উপজেলা সম্মেলন। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চকরিয়া সরকারি কলেজ মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ ও প্যান্ডেল। পৌরশহরজুড়ে ঝুলছে ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড। মহাসড়কের কলেজ মাঠ পর্যন্ত করা হয়েছে অন্তত ১৫–২০টি তোরণ।
সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খোকন মিয়া ও সাবেক সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরাজী। সাধারণ সম্পাদক পদে লড়ছেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী, সাবেক যুবদল সভাপতি সাংবাদিক এ এম ওমর আলী ও সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাবু।
সম্মেলনের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ সভাপতি-সম্পাদক নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।
উপজেলা আহ্বায়ক এনামুল হক জানান, উপজেলার ১১ ইউনিয়নের সম্মেলন শেষ হয়েছে এবং সবার সঙ্গে আলোচনা করেই কাউন্সিলর তালিকা চূড়ান্ত করা হয়েছে। সম্মেলনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দলীয় সূত্র বলছে, আগামী জেলা নেতৃত্বে কারা আসবেন—তা অনেকটাই নির্ভর করছে সালাহউদ্দিন আহমদের অবস্থানের ওপর। ফলে চকরিয়া সম্মেলনে তাঁর বক্তব্য ও বার্তা সবার নজরে থাকবে।
জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী জানান, উখিয়া ও চকরিয়ার পর ২৮ আগস্ট কক্সবাজার পৌরসভা এবং ৩০ আগস্ট সদর উপজেলা বিএনপির সম্মেলন হবে। এরপর সেপ্টেম্বরে হবে বহুল প্রতীক্ষিত জেলা সম্মেলন।
পৌরসভা বিএনপিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীর্ঘদিনের নেতা রফিকুল হুদা চৌধুরীসহ কয়েকজন প্রবীণ ও তরুণ নেতা। একইভাবে সদর উপজেলা বিএনপিতে সভাপতি–সম্পাদক পদে লড়ছেন আবদুল মাবুদ, রাশেদ মোহাম্মদ আলী ও আইনজীবী সাইফুল্লাহ নুরী।
সালাহউদ্দিন আহমদের প্রত্যক্ষ উপস্থিতি কক্সবাজার বিএনপির রাজনীতিকে নতুন গতি দিতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
বাংলাফ্লো/এনআর
Comments 0