বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার, এটাই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা: শিশির মনির

বুধবার (২৭ আগস্ট) দুপুরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত চেয়ে রিভিউ অনুমতির আবেদনের শুনানির পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন এই আইনজীবী।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেছেন, আজ থেকে ৩০ বছর আগে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক পরিপক্বতার কথা বলেছিল জামায়াতে ইসলামী।

সব সংগ্রাম-আন্দোলন শেষে দীর্ঘ ৩০ বছর পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে ফর্মুলার প্রয়োজন অনুভব করা হচ্ছে, এটাই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত চেয়ে রিভিউ অনুমতির আবেদনের শুনানির পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন এই আইনজীবী।

তিনি বলেন, অনেক জীবন ঝরে যাওয়ার পরে আজ সেটি অনুভব করা হচ্ছে। আজ এ বিষয়ে দুটি গ্রাউন্ড উত্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

শুনানিতে আমরা বলেছি, আদালতের শর্ট অর্ডার পরিবর্তন করা হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। শর্ট অর্ডার দেওয়া হয়েছিল, তা আবার লং অর্ডারে পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে এবং বলা হয়েছে এটি নাকি অগণতান্ত্রিক সরকার। অথচ তত্ত্বাবধায়ক সরকার ছিল ৯০ দিনের সরকার। এই ৯০ দিনের অগণতান্ত্রিক সরকার না মানার কারণে গত ১৫ বছর স্বৈরশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে আবার পরবর্তী শুনানি হবে কোর্ট রি-ওপেনিং ডেতে, জানান শিশির মনির।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0