রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে ধরা পড়ল ৯২৫ কোটির সেতুর ক্যাবল চোর

একটি চোরচক্র সেতুর একপ্রান্তের ল্যাম্পপোস্টের সঙ্গে সংযোগ দেওয়া প্রায় ৩১০ মিটার ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল চুরি করে নিয়ে যায়। এর ফলে, উদ্বোধনের রাতেও সেতুর ল্যাম্পপোস্টগুলো জ্বালানো সম্ভব হয়নি, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে উদ্বোধনের আগেই ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’-র ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাঁদেরকে আদালতে তোলা হলে, বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে খায়রুল ইসলাম নামের একজন আদালতে চুরির দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ধাপেরহাট এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের ছাইগারি ইসলামপুর গ্রামের বাদশা শেখের ছেলে খায়রুল ইসলাম (২১) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের খিজির উদ্দিনের ছেলে মনছুর আলী (৬৯)।

পুলিশ আরও জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং কৃষিকাজের আড়ালে একটি সক্রিয় চোরচক্রের সদস্য হিসেবে কাজ করত।

গত ২০ আগস্ট উদ্বোধনের আগেই, একটি চোরচক্র সেতুর একপ্রান্তের ল্যাম্পপোস্টের সঙ্গে সংযোগ দেওয়া প্রায় ৩১০ মিটার ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল চুরি করে নিয়ে যায়। এর ফলে, উদ্বোধনের রাতেও সেতুর ল্যাম্পপোস্টগুলো জ্বালানো সম্ভব হয়নি, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় সেতুটির সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছিলেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির মামলায় দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন আদালতে জবানবন্দি দিয়েছেন। চক্রের অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।”

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0