বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল

“আমরা ৫০ বছর ধরে পাবনা-১ আসন সাঁথিয়ার সঙ্গে বেড়া উপজেলা মিলেমিশে আছি। ...কি কারণে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দিয়ে আমাদের পাবনা-২ আসনের সঙ্গে দেওয়া হলো তা বোধগম্য নয়। আমরা এটা মানি না।”

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

পাবনা: পাবনা-১ সংসদীয় আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে, আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। ‘সর্বদলীয় সংগ্রাম কমিটি’র ডাকে সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতালের কারণে বেড়া পৌর সদর এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান এবং সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকেই হরতাল সমর্থনকারীরা রাস্তায় নেমে এসেছেন। বেড়া পৌর সদরের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। এতে, দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে সাঁথিয়া ও বেড়া উপজেলার (আংশিক) সমন্বয়ে গঠিত পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে পুরোপুরি বাদ দেওয়া হয়। বেড়াকে পাবনা-২ আসনের (সুজানগর) সঙ্গে যুক্ত করা হয় এবং শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন গঠন করা হয়।

এই সিদ্ধান্তের পর থেকেই বেড়া উপজেলাবাসী ক্ষোভে ফেটে পড়েন। বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, “আমরা ৫০ বছর ধরে পাবনা-১ আসন সাঁথিয়ার সঙ্গে বেড়া উপজেলা মিলেমিশে আছি। ...কি কারণে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দিয়ে আমাদের পাবনা-২ আসনের সঙ্গে দেওয়া হলো তা বোধগম্য নয়। আমরা এটা মানি না।”

এর আগে, গত ৭ সেপ্টেম্বরও এলাকাবাসী ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। দাবি আদায় না হওয়ায়, এবার তাঁরা হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়েছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0