শনিবার, ২৩ আগস্ট ২০২৫

চবি প্রশাসনিক ভবনে তালা, আবাসন-ভাতার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

তারা দাবি করেন, প্রত্যেক শিক্ষার্থীকে হলে আবাসনের সুযোগ বা সমপরিমাণ ভাতা দিতে হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের তালা খোলা হবে না।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীরা আবাসন সংকট নিরসন এবং বিকল্প হিসেবে আবাসন ভাতার দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। রবিবার (১৭ আগস্ট) দুপুরে পাঁচ দফা দাবিতে তারা এই পদক্ষেপ নেন। এর আগে দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘হয় আবাসন ভাতা দে, নাইলে গদি ছাইড়া দে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মুলা না আবাসন, আবাসন আবাসন’, ‘১০০ টাকার প্রহসন, মানি না মানবো না’ ইত্যাদি। তারা দাবি করেন, প্রত্যেক শিক্ষার্থীকে হলে আবাসনের সুযোগ বা সমপরিমাণ ভাতা দিতে হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের তালা খোলা হবে না।

বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী মাহফুজ বলেন, চবি দেশের অন্যতম বড় ক্যাম্পাস হলেও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হল নেই। প্রশাসন চাইলে সরকারি বাজেট এনে বহুতল হল নির্মাণ করতে পারে। অথচ এ বিষয়ে তাদের সদিচ্ছার অভাব রয়েছে। দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাজেট ও আবাসন সুবিধায় চবি সবশেষে অবস্থান করছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

* শিক্ষার্থীদের জন্য ১০০% আবাসন নিশ্চিতকরণ এবং বহুতল আধুনিক হল নির্মাণের রূপরেখা প্রকাশ;

* আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত উপযুক্ত আবাসন ভাতা প্রদান;

* অবৈধভাবে হলে থাকা শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের সিট বাতিল ও হল থেকে উচ্ছেদ;

* হলের আবেদনে ১০০ টাকা নেওয়ার প্রথা বন্ধ ও টাকা ফেরত দেওয়া;

* মেয়েদের হলে ডাবলিং প্রথা বাতিল করে ডেকার বেড প্রথা চালু করা।

চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আমরা কখনও উদাসীন নই। আলোচনা সাপেক্ষেই সমাধানের চেষ্টা করি। তবে শিক্ষার্থীরা কোনও আল্টিমেটাম বা আলাপ-আলোচনা ছাড়াই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0