বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

দলবদলে ব্রাদার্সের চমক

দলবদলে অন্যতম আকর্ষণ ছিল ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া কোনো ক্লাবে যোগ দেন। শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নেই থেকে গেছেন এ মিডফিল্ডার।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: খুব একটা আলোচিত ছিল না ঘরোয়া ফুটবলের এবারের দলবদল। বেশির ভাগ দলই চুপিসারে ফুটবলার নিবন্ধনের কাজটি সেরে ফেলে। বৃহস্পতিবার শেষ দিনে আবাহনী যেমন দুই বিদেশিকে নিয়েছে, তেমনি করে নেপালের চার ফুটবলারকে নিয়ে চমক দেখিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় নিবন্ধনে নতুন করে বড় কোনো নাম নেই। সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গতবারের চেয়ে এবার আরও শক্তিশালী দল গঠন করেছে। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল এবং ঢাকা আবাহনী থেকে মোহাম্মদ হৃদয়কে নিয়ে বাজিমাত করেছে বসুন্ধরা। ১০ দলের খেলোয়াড় নিবন্ধনে ভালো দল গঠন করেছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। তবে সার্কভুক্ত ফুটবলার নেয়নি বড় তিন দল বসুন্ধরা, আবাহনী ও মোহামেডান।

দলবদলে অন্যতম আকর্ষণ ছিল ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া কোনো ক্লাবে যোগ দেন। শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নেই থেকে গেছেন এ মিডফিল্ডার। এবার আটঘাট বেঁধে নামে ব্রাদার্স। এশিয়ান অঞ্চলের ফুটবলাররা প্রিমিয়ার লিগে দেশি কোটায় খেলার সুযোগ করে দেওয়ায় সেটা লুফে নেয় ব্রাদার্স। নেপালের চার ফুটবলার ইয়োগেশ গুরাং, সানিশ শ্রেষ্ঠা, অঞ্জন বিস্তা ও আরিক বিস্তাকে শেষ দিনে নিবন্ধন করে তারা। শুধু তাই নয় প্যারাগুয়ের বয়সভিত্তিক দলে খেলা ফরোয়ার্ড ফার্নান্দো প্রেসেন্টাদোকে দলে নিয়েছে কমলা জার্সিধারীরা। একই সঙ্গে ব্রাজিলিয়ান মার্কোস সিলভাকে নিয়ে আক্রমণভাগ আরও শক্তিশালী করেছে দলটি। ব্রাদার্সের হাত ধরে আবার বাংলাদেশের ফুটবলে দেখা যাবে নাইজেরিয়ার সানডে সিজোবা এবং আইভরি কোস্টের চার্লস দিদিয়ের। ব্রাদার্সের মতো ফর্টিস এফসিও দেশি কোটায় বিদেশি ফুটবলার নিবন্ধন করেছে। শ্রীলঙ্কার গোলরক্ষক সুজান পেরেরার পর নেপালের অনন্ত তামাংকে নিয়েছে ফর্টিস ফুটবল ক্লাব।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ জিততে না পারা বসুন্ধরা কিংস দলবদলের শুরু থেকেই ঘর গোছানোর কাজটি ভালোভাবে করতে থাকে। তাদের বড় চমক ছিল কিউবা মিচেলকে অন্তর্ভুক্ত করা। আগের বেশির ভাগ ফুটবলার রেখে দিয়ে শাহরিয়ান ইমন, তাজ উদ্দিনের মতো ফুটবলারের সঙ্গে চুক্তি করে। বিদেশিদের মধ্যে গত মৌসুমে আবাহনীতে খেলা রাপায়েল অগাস্তোর সঙ্গে ডরিয়েলটন, এমানুয়েল সানডের মতো ফুটবলার নিয়ে আরও শক্তি বাড়িয়েছে কিংস। গতবারের তুলনায় এবার ভালো দল গড়েছে আবাহনীও। এএফসি চ্যালেঞ্জ লিগে একমাত্র বিদেশি হিসেবে আকাশি-নীল জার্সিধারীদের হয়ে খেলেছিলেন সুলেমান দিয়াবাতে। দলবদলের শেষ দিনে আবাহনী আরও দুই বিদেশিকে নিয়েছে। ২০২২-২৩ মৌসুমে আবাহনীর হয়ে খেলা এমেকা ওগবাহকে এক মৌসুম বাদে আবার ফিরিয়ে এনেছে। ব্রাজিলিয়ান ব্রুনো অলিভিয়েরা দে মাতোসকে নিয়ে আক্রমণভাগের শক্তি আরও বাড়িয়েছে আবাহনী।

আর্থিক সংকটসহ নানা কারণে লিগ চ্যাম্পিয়ন মোহামেডান এবারের দলবদলে সেভাবে সাড়া ফেলতে পারেনি। তারা ছেড়ে দেয় দলের অন্যতম সেরা তারকা সুলেমান দিয়াবাতকে। তবে রেখে দেয় মোজাফফরভকে। আর রহমতগঞ্জ থেকে নিয়ে এসেছে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাংকে। তাদের বাকি দুই বিদেশি হলেন এমানুয়েল এলি কেকে ও বার্নাড মরিসন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0