বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় পড়ে ভাই বোনের মৃত্যু

শহরের ভাদুঘর শান্তিনগর এলাকার একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) শহরের ভাদুঘর শান্তিনগর এলাকার একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলো, শান্তিনগরের আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)।

মৃতদের খালা ইয়াসমিন বেগম বলেন, ওই ডোবায় প্রায় হোসাইন ও জিন্নাত শাপলা তুলতে যেতো। বৃহস্পতিবার দুপুরেও শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ডোবাতে দুজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তুলে বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, বিষয়টি আমরা অবগত ছিলাম না। দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0