স্পোর্টস ডেস্ক
ঢাকা: সম্প্রতি বলিউড অভিনেত্রী অবনীত কৌরের ইনস্টাগ্রাম ছবিতে লাইক দেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এবার দুজনকে একসঙ্গে লন্ডনে দেখা গেলো উইম্বলডন ওপেনে।
সবশেষ আইপিএল চলাকালীন সময়ে বিরাট কোহলির ইনস্টাগ্রামে অবনীতা একটি ছবি লাইক হয়ে যায়, যা তার এক ফ্যান পেজে পোস্ট হয়েছিল।
এরপরই সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে নিয়ে শুরু হয় রীতিমতো সমালোচনা শুরু হয়। সেই সমালোচনা থামাতে ভারতীয় ক্রিকেট তারকাকে লম্বা এক পোস্ট লিখে ব্যাখ্যা দিতে হয়।
এই ঘটনায় সরাসরি লাভ হয় অবনীত কৌরের। রিয়ালিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্সের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা অবনীতার হঠাৎ করেই ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। হাতে গোনা কিছু সিনেমায় অভিনয় করা অবনীত সোশ্যাল মিডিয়া পোস্ট আর এন্ডোর্সমেন্টের রেটও বাড়িয়ে দেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0