বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নিম্নচাপের প্রভাবে চাঁদপুর-ঢাকা রুটে নৌ চলাচল বন্ধ

এদিকে গভীর নিম্নচাপের কারণে চাঁদপুরে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। উপকূলীয় জেলা চাঁদপুরের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় আনা হয়েছে।

ছবি সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চাঁদপুর-ঢাকা রুটে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাবু লাল বৌদ্ধ বলেন, ‘আজ সকালে চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রিবাহী ছোট নৌযান চলাচল বন্ধ করা হয়। বিকেলে বড় লঞ্চগুলো চলাচল বন্ধ রাখা সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ।’

এদিকে গভীর নিম্নচাপের কারণে চাঁদপুরে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। উপকূলীয় জেলা চাঁদপুরের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় আনা হয়েছে। আজ ভোর ৫টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চাঁদপুর আবহাওয়া কর্মকর্তা শাহ মুহাম্মদ শোয়েব বলেন, 'চাঁদপুরের নদী বন্দর এলাকায় ৩ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলায় মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। বিকেল পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীর তীরবর্তী এলাকায় ২/৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।'

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। অন্তত ১৪ জেলার বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0