বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ইচ্ছাকৃতভাবে শরীর দেখানোর অপরাধে মিসরে বেলি ড্যান্সার গ্রেপ্তার

সোহিলা হাসান ইনস্টাগ্রামে লিন্ডা মার্টিনো নামে নিজেকে পরিচয় দেন। সামাজিক এ মাধ্যমটিতে তার ২২ লাখ ফলোয়ার রয়েছে।

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইচ্ছাকৃতভাবে শরীর দেখানোর অপরাধে মিসরে এক বেলি ড্যান্সারকে গ্রেপ্তার করা হয়েছে। সোহিলা হাসান হাগাগ নামে এই তরুণী ইনস্টাগ্রামে তার নাচের ভিডিও প্রকাশ করেন। গত ২২ জুন কায়রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহিলা হাসান ইনস্টাগ্রামে লিন্ডা মার্টিনো নামে নিজেকে পরিচয় দেন। সামাজিক এ মাধ্যমটিতে তার ২২ লাখ ফলোয়ার রয়েছে। সেখানে খোলামেলা পোশাকে ভিডিও দেন তিনি।

তদন্তকারীরা জানিয়েছেন, এই তরুণী ইচ্ছাকৃতভাবে নিজের শরীরের স্পর্শকাতর অংশ প্রদর্শন করে সামাজিক মূল্যবোধ ভঙ্গ করেছেন। এছাড়া তিনি অশালীন পোশাক পরেন বলেও জানান তারা। তার বিরুদ্ধে পাপাচার ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

এই নারীর জন্ম মিসরে হলেও তিনি ইতালির নাগরিকত্ব নিয়েছিলেন। তবে ইতালীয় পার্টনারের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি দুই বছর আগে মিসরে চলে আসেন। নিজেদের নাগরিক হওয়ায় ইতালি তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সেটি প্রমাণিত হলে তার কয়েক সপ্তাহের জেল হতে পারে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0