বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

দুই ভাইকে একসঙ্গে দলে চায় বার্সেলোনা

রুনির মতো তার ছোট ভাই রায়ানও একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার। মাত্র ১৫ বছর বয়সী রায়ান বর্তমানে কোপেনহেগেনের যুব দলে খেলছেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: রুনি বার্দঘজিকে দলে টানার পর এবার তার ভাই রায়ান বার্দঘজিকেও দলে নিতে চায় বার্সেলোনা। ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেন থেকে আসা ১৮ বছর বয়সী রুনি ইতোমধ্যে বার্সেলোনায় যোগ দিয়েছেন এবং কোচ হানসি ফ্লিকের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতেও থাকবেন।

রুনির মতো তার ছোট ভাই রায়ানও একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার। মাত্র ১৫ বছর বয়সী রায়ান বর্তমানে কোপেনহেগেনের যুব দলে খেলছেন।

তবে তার চুক্তির মেয়াদ নভেম্বরেই শেষ হয়ে যাচ্ছে। ফলে তাকে ফ্রি ট্রান্সফারেই দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।

বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা ইতোমধ্যে রায়ানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং তাকে নিয়ে কাজও শুরু করেছে। তবে কোপেনহেগেন রায়ানকে হারাতে চায় না।

তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে প্রতিভাবান এই তরুণকে ধরে রাখতে।

যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে খুব শিগগিরই বার্সেলোনার জার্সিতে দেখা যেতে পারে বার্দঘজি পরিবারের আরেক সদস্যকে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0