মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রদ্রিগোকে দলে টানতে চেয়েছিল বার্সা

স্প্যানিশ গণমাধ্যম রিয়াল মাদ্রিদ কনফিডেনসিয়াল-এর বরাতে জানা গেছে, রদ্রিগোর প্রতি আগ্রহ দেখিয়েছিল কাতালান জায়ান্টরা। নিকো উইলিয়ামসকে পেতে ব্যর্থ হওয়ার পর বিকল্প খুঁজছিল ক্লাবটি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড় কেনাবেচা প্রায় অসম্ভব বলেই ধরা হয়। কিন্তু চলতি ট্রান্সফার উইন্ডোতে এমন এক বিস্ময়কর খবর ছড়িয়ে পড়েছে। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে নাকি দলে নিতে চেয়েছিল বার্সেলোনা!

স্প্যানিশ গণমাধ্যম রিয়াল মাদ্রিদ কনফিডেনসিয়াল-এর বরাতে জানা গেছে, রদ্রিগোর প্রতি আগ্রহ দেখিয়েছিল কাতালান জায়ান্টরা। নিকো উইলিয়ামসকে পেতে ব্যর্থ হওয়ার পর বিকল্প খুঁজছিল ক্লাবটি।

তখনই রদ্রিগোর নাম আসে সম্ভাব্য বিকল্প হিসেবে। এমনকি ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তাও নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে রদ্রিগোর পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন।

তবে শেষ পর্যন্ত বিষয়টি কোনো আনুষ্ঠানিক আলোচনায় গড়ায়নি। রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন থাকলেও, তিনি নিজে কোনোভাবেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে যাওয়ার কথা ভাবেননি।

গত মৌসুমে ১৪ গোল ও ১১ অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে কিছু সমালোচনা থাকলেও, রিয়ালে তার প্রতি আস্থা রয়েছে। ক্লাবের সঙ্গে তার আত্মিক সম্পর্ক, এবং ভক্তদের ভালোবাসা, সব মিলিয়ে ক্যাম্প ন্যুতে পা রাখাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই দেখেন রদ্রিগো।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও বিশ্বাস করা হচ্ছে, যদি রদ্রিগো ভবিষ্যতে ক্লাব ছাড়েনও, তবে তিনি কখনোই বার্সেলোনাকে বেছে নেবেন না।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0