বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ইয়ামালের ‘১০ নম্বর’ জার্সি বিক্রিতে ২৪ ঘণ্টায় বার্সার আয় ১২০ কোটি টাকা!

ম্যারাডোনা, রোনালদিনহো, মেসির পর এবার সেই গৌরবময় নম্বর উঠেছে লামিন ইয়ামালের গায়ে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বার্সেলোনার ইতিহাসে ১০ নম্বর জার্সি মানেই বিশেষ কিছু। ম্যারাডোনা, রোনালদিনহো, মেসির পর এবার সেই গৌরবময় নম্বর উঠেছে লামিন ইয়ামালের গায়ে।

আর এই তরুণ বিস্ময়বালকের জার্সিতে শুরু হয়েছে বিক্রির হুলস্থূল!

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কুলে মানিয়া’র তথ্য অনুযায়ী, ১৬ জুলাই দুপুরে ইয়ামালকে ১০ নম্বর জার্সি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সা। এরপর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিক্রি হয় প্রায় ৭০ হাজার জার্সি। এতে করে ক্লাবের আয় দাঁড়ায় প্রায় ১০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা!

ঘোষণার দিন বিকেলেই বার্সেলোনার ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যু’তে অবস্থিত ‘বার্সা বতিগা’ স্টোরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনলাইন প্ল্যাটফর্মেও প্রথম ঘণ্টার মধ্যেই বিক্রি হয় কয়েক হাজার জার্সি।

পরদিন বৃহস্পতিবার সকালে সেই বিক্রির গতি আরও বেড়ে যায় দ্বিগুণ হারে। বিষয়টি ক্লাবের অভ্যন্তরীণ অনেককেই চমকে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এত দ্রুতগতিতে কোনো জার্সি বিক্রি হওয়ার ঘটনা এর আগে দেখিনি। ’

জার্সি বিক্রির এই সাফল্য বার্সেলোনার জন্য শুধু আর্থিকই নয়, বিপণন কৌশলেও বড় জয়। ক্লাব মনে করছে, ইয়ামালের কাঁধে ১০ নম্বর তুলে দেওয়ার সিদ্ধান্ত মাঠের পারফরম্যান্সের বাইরে বাণিজ্যিকভাবেও ছিল নিখুঁত পদক্ষেপ।

ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা আশাবাদী, ‘ইয়ামালের প্রতি মানুষের আগ্রহ, সঙ্গে নতুন বিপণন পরিকল্পনা; এই দুয়ের সমন্বয়ে ২০২৪-২৫ মৌসুমটি হতে যাচ্ছে বার্সেলোনার ইতিহাসের অন্যতম সফল মৌসুম। ’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0