স্পোর্টস ডেস্ক
ঢাকা: দুই বছর পর নিজ মাঠে ফেরার স্বপ্ন বুনেছিল বার্সেলোনা। ১০ আগস্ট ঐতিহ্যবাহী জোয়ান গ্যাম্পার ট্রফির মাধ্যমে আংশিকভাবে পুনরায় চালু হওয়ার কথা ছিল স্পটিফাই ক্যাম্প ন্যু। প্রতিপক্ষ নির্ধারিত হয়েছিল ইতালিয়ান ক্লাব কোমো। কিন্তু শেষ মুহূর্তে দেখা দিয়েছে নতুন জটিলতা—লাইসেন্স সমস্যায় পিছিয়ে যেতে পারে কাতালানদের ‘ঘরে ফেরা’।
সূত্র বলছে, স্থানীয় কাউন্সিল থেকে প্রয়োজনীয় অনুমোদন এখনও পুরোপুরি পাওয়া যায়নি। নিরাপত্তা ও স্টেডিয়ামে প্রবেশপথ সংক্রান্ত কিছু বিষয়ের অনুমতি ঝুলে আছে। ক্লাব সূত্রে ইএসপিএনকে জানানো হয়েছে, কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
বার্সা ইতোমধ্যে বিকল্প ভেন্যু হিসেবে ভাবছে এস্তাদি ইয়োহান ক্রুইফকে। তবে সমস্যার জায়গা—এ মাঠের ধারণক্ষমতা মাত্র ৬,০০০, যেখানে ক্যাম্প ন্যুর অস্থায়ীভাবে হলেও অন্তত ২০-৩০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল।
২০২৩ সালের মে মাসে শেষবারের মতো ক্যাম্প ন্যুতে খেলেছিল বার্সেলোনা। এরপর থেকে অলিম্পিক স্টেডিয়ামকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসছে তারা। মূল পরিকল্পনা ছিল ২০২৪ সালের নভেম্বরে ফেরার, তবে কাজ শেষ না হওয়ায় সেটা বারবার পিছিয়ে গেছে।
এখন ক্লাবের লক্ষ্য, আসন্ন লা লিগা মৌসুমে অন্তত সীমিত দর্শক নিয়ে ক্যাম্প ন্যুতে ম্যাচ আয়োজন করা। পুরো মাঠ প্রস্তুত হতে সময় লাগবে আরও অন্তত এক মৌসুম। তাই ২০২৬-২৭ মৌসুমের শুরুতেই মাঠ পুরোপুরি চালু হবে—এটাই বর্তমান হিসাব।
লা লিগা কর্তৃপক্ষ ইতোমধ্যে বার্সাকে মৌসুমের প্রথম তিন ম্যাচ বাইরে খেলার অনুমতি দিয়েছে। ফলে সেপ্টেম্বরের শুরুর দিকেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের প্রথম হোম ম্যাচ আয়োজনের সুযোগ পাবে বার্সা—তবে তা নির্ভর করছে ক্যাম্প ন্যু কতটা প্রস্তুত থাকবে তার উপর।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0