বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নিশ্চিত হলো হকি এশিয়া কাপে বাংলাদেশের টিকিট

সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের হকি এশিয়া কাপ। শেষ মুহূর্তে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করায় তৈরি হয়েছে দারুণ এক সুযোগ।

তাদের জায়গায় খেলবে বাংলাদেশ।

সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ফেডারেশন জানায়, ‘এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এবং হকি ইন্ডিয়া বাংলাদেশ দলকে টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ এশিয়া কাপে অংশ নেবে।’

পাকিস্তানের না খেলার গুঞ্জন আগে থেকেই থাকায় প্রস্তুতি থামায়নি বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে নিজেদের তৈরি রেখেছে এই আন্তর্জাতিক মঞ্চের জন্য।

আগামী ২৭ আগস্ট ভারতের বিহার রাজ্যে পর্দা উঠবে হকি এশিয়া কাপে। স্বাগতিক ভারতের সঙ্গে এবারের আসরে অংশ নিচ্ছে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং নবাগত হিসেবে বাংলাদেশ।

উল্লেখ্য, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে ২০২৬ হকি বিশ্বকাপে। এছাড়া র‍্যাঙ্কিংয়ে পরবর্তী পাঁচটি দল বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পাবে। এই সুযোগকে সামনে রেখে বড় কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশের হকি দল।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0