স্পোর্টস ডেস্ক
ঢাকা: টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে মেলবোর্ন স্টার্সের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ 'এ' দল। ফলে আসরে ৫ ম্যাচের মধ্যে তৃতীয় বার হার দেখল তারা। তাতে সেমির দৌড়ে কাগজে কলমে টিকে থাকলেও কার্যত বাংলাদেশের স্বপ্ন শেষ বলা যায়! কারণ পরের ম্যাচে জিতলেও সমীকরণ মেলাতে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকে।
ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ 'এ'। দলের হয়ে হয়ে ৪৫ রান করেন সাইফ হাসান। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন।
বোলিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। একশর আগেই মেলবোর্নের ৫ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল হাসান মাহমুদরা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৬৫ রান তুলে ম্যাচের সমীকরণ বদলে দেন জোনাথন মারলো ও ক্রিশ্চিয়ান হোয়ে। ৩৮ বলে ৬১ রান করেছেন মারলো। আর ক্রিশ্চিয়ান অপরাজিত ছিলেন ১৫ রান করে।
এর আগে দারুণ ব্যাট করতে নেমে ফর্মে থাকা জিশান আলম আজ রান পাননি। ১৩ বল খেলে ১৩ রানের বেশি করতে পারেননি তিনি। আরেক ওপেনার নাঈম শেখ আরো ধীরগতির ব্যাটিং করেছেন। স্ট্রাইকরেটের জন্য বার বার সমালোচিত হওয়া এই ব্যাটার আজ ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন। তাতেও ইনিংস লম্বা করতে পারেননি। ২১ বলে করেছেন ১৯ রান।
তিনে নেমে ভালো শুরু করেছিলেন সাইফ হাসান। তবে তিনি উইকেটে থিতু হওয়ার পরও গিয়ার পরিবর্তন করতে পারেননি। সবমিলিয়ে ৩৫ বল খেলে ৪৫ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। মিডল অর্ডারে ব্যর্থ আফিফ হোসেন। গোল্ডেন ডাক খেয়েছেন এই ইনফর্ম ব্যাটার।
আজও ভালো শুরু করেছিলেন নুরুল হাসান সোহান। তবে পরিস্থিতি অনুযায়ী রানের গতি বাড়াতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩৩ রান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া রাকিবুল হাসান ৪ রানের বেশি করতে পারেননি।
রাকিবুলের পর উইকেটে আসা ইয়াসির আলি দারুণ ব্যাটিং করেছেন। উইকেটে থিতু হতে কিছুটা সময় নিয়েলো শেষ দিকে সেটা পুষিয়ে দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ১৭ বলে করেছেন ২৯ রান।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0