স্পোর্টস ডেস্ক
ঢাকা: র্যাঙ্কিং দিয়ে ফুটবল মাপা যায় না—এবার যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো বাংলাদেশের নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করল ঋতুপর্ণা-তহুরারা। উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে প্রথমার্ধেই পাঁচ গোল দিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেয় বাংলাদেশ, দ্বিতীয়ার্ধে যোগ করে আরও দুটি।
মিয়ানমারের ইয়াংগুনে শুরুটা ছিল আক্রমণাত্মক। কিক অফের পর প্রথম মিনিটেই ঋতুপর্ণার দূরপাল্লার শটে হুঁশিয়ারি দেয় বাংলাদেশ। ১০ মিনিটেই গোলের খাতা খুলে দেন শামসুন্নাহার জুনিয়র, মাঝমাঠ থেকে আসা লম্বা পাসে ডি-বক্সে ঢুকে চিপ শটে বল জালে জড়ান তিনি।
১৫ মিনিটে বাম পায়ের বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। এরপর একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে বাহরাইন। প্রথমার্ধের শেষ দিকে আসে আরও তিন গোল—মারিয়ার অ্যাসিস্ট থেকে গোল করেন কোহাতি কিসকু, আর প্রথমার্ধের যোগ করা সময়ে জোড়া গোল করেন তহুরা খাতুন।
দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলে আরও দুটি গোল করে বাংলাদেশ। পুরো ম্যাচজুড়েই মাঠের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। বল পজেশন, পাসিং, প্রেসিং—সবকিছুতেই ছন্দময় পারফরম্যান্স।
ম্যাচের আগের দিন প্রধান কোচ পিটার বাটলার বলেছিলেন, আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দল। খেলোয়াড়রা শুধু আত্মবিশ্বাসই দেখাননি, সেটাকে রূপ দিয়েছেন গোল-উৎসবে।
এই জয় শুধুই বড় ব্যবধানে জেতা নয়, এটা আত্মবিশ্বাসের, সামর্থ্যের, এবং সম্ভাবনার জয়। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও মাঠে দাপট দেখিয়ে বাংলাদেশ জানিয়ে দিলো—এশিয়ার মানচিত্রে লাল-সবুজের মেয়েরা আর পিছিয়ে নেই, বরং সামনে এগিয়ে চলার নামই বাংলাদেশ!
পরবর্তী ম্যাচেও এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে, ইতিহাস গড়া সময়ের ব্যাপার মাত্র।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0